ব্রেকিং
নির্বাচনে কোনো জোটে নয়, সমঝোতার সম্ভাবনা: জামায়াত আমির
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগ্রহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো রাজনৈতিক জোট গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে নির্বাচনী সমঝোতার সুযোগ খোলা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।'

সম্প্রতি বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, 'বিদেশে প্রবাসীদের সঙ্গে দেখা হয়েছে। তারা বুকভরা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। জাতির জন্য তাদের প্রত্যাশা আকাশসমান। দেশে অবদান রাখার পরও আমরা তাদের যথাযথ সম্মান দিতে পারছি না।'

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, 'আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তারা নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করেছে। তাই ওই পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষও তা সমর্থন দেবে বলে বিশ্বাস করি।'

তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হয়ে এই প্রথম নিজ জন্মভূমি সিলেটে এলেন শফিকুর রহমান। বিমানবন্দরে তিনি হাজারো নেতাকর্মীর শুভেচ্ছায় সিক্ত হন। সিলেটে পৌঁছে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।