শিরোনাম

সুষ্ঠু নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ: ইশরাক

নিজস্ব প্রতিবেদক
সুষ্ঠু নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ: ইশরাক
ঢাকা-৬ আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটি দৃষ্টান্ত স্থাপন করা গেলে ভবিষ্যতের নির্বাচনগুলোও গণতান্ত্রিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর দয়াগঞ্জের সরদার আলী রোডে ঢাকা-৬ আসনে নির্বাচনী প্রচারণার শুরুতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ১৭ বছরের তীব্র আন্দোলন-সংগ্রাম, অসংখ্য প্রাণদান, গুম, খুন ও গণহত্যার শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু হবে।

এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যেকোনো মূল্যে একটি সুষ্ঠু, স্বাভাবিক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনের মাঠে রয়েছে। তবে দুঃখজনকভাবে দেশের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উস্কানিমূলক আচরণ করছে এবং ব্যক্তিগত আক্রমণের চরম সীমা অতিক্রম করছে। তার নিজের ক্ষেত্রে এমন আক্রমণের উদাহরণ তুলে ধরে ইশরাক হোসেন বলেন, তার মৃত বাবাকেও বারবার কটূক্তির মাধ্যমে টেনে আনা হচ্ছে।

তিনি বলেন, এসব উস্কানির জবাবে কোনো সংঘর্ষে জড়াবেন না। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হওয়া এবং ভোটকেন্দ্রগুলোতে জনগণের ব্যাপক উপস্থিতির মাধ্যমে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষমতা হারানোর আশঙ্কা থেকেই কিছু রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র তারা অতীতেও মোকাবিলা করেছেন, এবারও করবেন।

এ সময় অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে কিছুটা বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেন ইশরাক হোসেন। তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সর্বোচ্চ চেষ্টা ও ত্যাগের মাধ্যমে এই আসন বিএনপিকে উপহার দিতে চাই। দলের চেয়ারম্যান তারেক রহমান তার এবং ঢাকা-৬ আসনের ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে চাই।

বিএনপির এই নেতা আরও বলেন, এই আসন ধানের শীষের আসন, বিএনপির আসন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আসন। শহীদদের রক্তে রঞ্জিত এই মাটি। ইনশাআল্লাহ কোনো কিছুই আমাদের বিজয় রুখে দিতে পারবে না।

/এমএইচএম/জেএইচ/