ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ আফ্রিকার
সিটিজেন-ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেডম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যানকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য প্রিটোরিয়ায় ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
দ.আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যান ‘কূটনৈতিক নিয়ম লঙ্ঘন’ করেছেন, যা সাউথ আফ্রিকার সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার সমান।
বিবৃতিতে আরও বলা হয়, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে রামাফোসার ওপর অপমানজনক আক্রমণ চালানোর জন্য বারবার ইসরায়েলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা। একইসঙ্গে ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সফর সম্পর্কে সাউথ আফ্রিকার কর্তৃপক্ষকে অবহিত করায় ‘ইচ্ছাকৃত ব্যর্থতা’।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল। এখন ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটি।
সূত্র: রয়টার্স

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেডম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যানকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য প্রিটোরিয়ায় ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
দ.আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যান ‘কূটনৈতিক নিয়ম লঙ্ঘন’ করেছেন, যা সাউথ আফ্রিকার সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার সমান।
বিবৃতিতে আরও বলা হয়, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে রামাফোসার ওপর অপমানজনক আক্রমণ চালানোর জন্য বারবার ইসরায়েলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা। একইসঙ্গে ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সফর সম্পর্কে সাউথ আফ্রিকার কর্তৃপক্ষকে অবহিত করায় ‘ইচ্ছাকৃত ব্যর্থতা’।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল। এখন ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটি।
সূত্র: রয়টার্স

ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ আফ্রিকার
সিটিজেন-ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেডম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যানকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য প্রিটোরিয়ায় ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
দ.আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যান ‘কূটনৈতিক নিয়ম লঙ্ঘন’ করেছেন, যা সাউথ আফ্রিকার সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার সমান।
বিবৃতিতে আরও বলা হয়, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে রামাফোসার ওপর অপমানজনক আক্রমণ চালানোর জন্য বারবার ইসরায়েলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা। একইসঙ্গে ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সফর সম্পর্কে সাউথ আফ্রিকার কর্তৃপক্ষকে অবহিত করায় ‘ইচ্ছাকৃত ব্যর্থতা’।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল। এখন ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটি।
সূত্র: রয়টার্স




