‘ফুটবল’ প্রতীক চান তাসনিম জারা

‘ফুটবল’ প্রতীক চান তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নিতে যাওয়া ডা. তাসনিম জারা প্রতীক হিসেবে ‘ফুটবল’ চান। প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তাসনিম জারা বলেন, ‘ইসিতে আমাদের আপিল মঞ্জুর হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের জন্য আবেদন করব। আমাদের পছন্দ ফুটবল মার্কা। এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। কমিশন আমাদের যুক্তিগুলো শুনেছেন এ জন্য ধন্যবাদ।’
গত এক সপ্তাহের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে-বিদেশে অনেক মানুষ শুভকামনা জানিয়েছেন, দোয়া করেছেন। রাস্তায় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞ।’
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনেই তাসনিম জারার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ তাসনিম জারা ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হন। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট ঘোষণার পর তিনি দল ছাড়েন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন। এই আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে গণভোটও হবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
আজ থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নিতে যাওয়া ডা. তাসনিম জারা প্রতীক হিসেবে ‘ফুটবল’ চান। প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তাসনিম জারা বলেন, ‘ইসিতে আমাদের আপিল মঞ্জুর হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের জন্য আবেদন করব। আমাদের পছন্দ ফুটবল মার্কা। এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। কমিশন আমাদের যুক্তিগুলো শুনেছেন এ জন্য ধন্যবাদ।’
গত এক সপ্তাহের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে-বিদেশে অনেক মানুষ শুভকামনা জানিয়েছেন, দোয়া করেছেন। রাস্তায় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞ।’
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনেই তাসনিম জারার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ তাসনিম জারা ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হন। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট ঘোষণার পর তিনি দল ছাড়েন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন। এই আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে গণভোটও হবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
আজ থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

‘ফুটবল’ প্রতীক চান তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নিতে যাওয়া ডা. তাসনিম জারা প্রতীক হিসেবে ‘ফুটবল’ চান। প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তাসনিম জারা বলেন, ‘ইসিতে আমাদের আপিল মঞ্জুর হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের জন্য আবেদন করব। আমাদের পছন্দ ফুটবল মার্কা। এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। কমিশন আমাদের যুক্তিগুলো শুনেছেন এ জন্য ধন্যবাদ।’
গত এক সপ্তাহের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে-বিদেশে অনেক মানুষ শুভকামনা জানিয়েছেন, দোয়া করেছেন। রাস্তায় মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞ।’
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনেই তাসনিম জারার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ তাসনিম জারা ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হন। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট ঘোষণার পর তিনি দল ছাড়েন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন। এই আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে গণভোটও হবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
আজ থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।




