শিরোনাম

হৃদয়ের সেঞ্চুরিতে রংপুর হারালো নোয়াখালীকে

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
হৃদয়ের সেঞ্চুরিতে রংপুর হারালো নোয়াখালীকে
সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয় (ছবি: রংপুর রাইডার্স)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রংপুর রাইডার্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। পরে ২ বলে যখন ১ রান দরকার, তখন ওয়াইড করেন মেহেদি হাসান রানা। তাতে ২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে রংপুর।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে অপরাজিত ১০৭ রান করেন হাসান ইসাখিল। লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর জয় পায় তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে।

রংপুরের ওপেনিং জুটিতে ওঠে ৭৮ রান। প্রথম চার ওভারেই পাঁচটি চার একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। পাওয়ার প্লেতে রংপুর তোলে ৫৫ রান। সেখানে হৃদয়ের অবতান ২৬ বলে ৪৭। মালান ১৭ বলে ১৫ রান করে ফিরলে ওপেনিং জুটি ভাঙে। দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ৮৭ রান। হৃদয় ১০৯ রান করে আউট হলে জুটি ভাঙে। হৃদয়ের ৬৩ বলের ইনিংসে ছিল ১৫ চার ও ২ ছক্কা।

রংপুরের অধিনায়ক লিটন দাস ২ চার ও ১ ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৩৯ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

১০ ম্যাচে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট রংপুরের। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে নোয়াখালী।

/টিই/