শিরোনাম

বিপিএলের ফাইনালে আজ মুখোমুখি রাজশাহী-চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
বিপিএলের ফাইনালে আজ মুখোমুখি রাজশাহী-চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স ও শেখ মেহেদী হাসানের চট্টগ্রাম রয়্যালস বিপিএলের ট্রফি জেতার লড়াইয়ে নামবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে ট্রফি জেতার এই লড়াই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের টিকিট নিয়ে আগেই ছিল ব্যাপক আগ্রহ। আজ ফাইনালের দুই ঘণ্টা আগে মিরপুরে ট্রফি উন্মোচন করা হবে। টুর্নামেন্টের মাঝপথে দুবাই থেকে আনা হয়েছে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের এই ট্রফি। সে হিসেবে আজকের ম্যাচ হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ।

টুর্নামেন্ট শুরুর আগের দিনও চট্টগ্রাম রয়্যালসের ফাইনালে ওঠা কিংবা শিরোপার স্বপ্ন দেখা ছিল প্রায় অলীক। বিপিএল শুরুর ঠিক আগের দিন মালিকপক্ষ সরে দাঁড়ালে দলটি অনিশ্চয়তায় পড়ে যায়। তখন টুর্নামেন্টের স্বার্থে তড়িঘড়ি করে দলটির দায়িত্ব নেয় বিসিবি। যে চট্টগ্রাম শুরুর আগে ছিল টালমাটাল অবস্থায়, টুর্নামেন্টের শেষদিকে এসে তারাই হয়ে ওঠে স্বপ্নবাজ। অধিনায়ক মেহেদী হাসানের চোখে স্পষ্ট শিরোপার স্বপ্ন। সবার আগে ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম।

বিসিবি দায়িত্ব নেওয়ার পর টিম ডিরেক্টর হাবিবুল বাশার, ম্যানেজার নাফিস ইকবাল ও কোচ মিজানুর রহমানের তত্ত্বাবধানে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় দলটি। ফাইনালের আগের দিন অধিনায়ক মেহেদী হাসান বলেন, ‘ফাইনালে উঠেছি যখন, তখন শিরোপার স্বপ্ন দেখবো না কেন? অবশ্যই দেখবো। তবে কাল (আজ) যারা ভালো ক্রিকেট খেলবে, সব বিভাগে যারা এগিয়ে থাকবে, তারাই শিরোপা জিতবে। প্রত্যেক ক্রিকেটারেরই শিরোপা জয়ের ক্ষুধা আছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

অন্যদিকে রাজশাহীর কোচ হান্নান সরকার মনে করছেন, দল একত্রিত হয়ে ভালো পারফর্ম করলে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। তিনি বলেন, ‘মিরপুরে টস জিতলেই ম্যাচ জেতা যায়, এমনটা নয়। আমরা দেখিয়েছি টস হারলেও ম্যাচ জেতা যায়। সেভাবেই খেলবো। এখন মাত্র এক ধাপ বাকি। দল একত্রিত হয়ে খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

লিগপর্বে একে অপরের বিপক্ষে রাজশাহী ও চট্টগ্রামের জয় সমান। দুদলই একটি করে জয় পেয়েছে। কোয়ালিফায়ার জিতে এগিয়ে যায় চট্টগ্রাম। ফাইনালের হিসাব আলাদা। প্রতিপক্ষকে সম্মান ও সমীহ করছেন উভয় দল।

/জেএইচ/