ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার

ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের বাঁহাতি পেসার রাজন কুমার তিনটি নিষিদ্ধ ড্রাগ বা পদার্থের পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। তিনি সর্বশেষ ২০২৫ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন। এজন্য ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (এনএডিএ) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
সোমবার (৫ জানুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রিকেট বিশ্বে ডোপিংয়ের ঘটনা বিরল। এর আগে ২০১৯ সালে ভারতের ব্যাটার পৃথ্বী শ ‘টারবুটালিন’ নামক নিষিদ্ধ পদার্থ সেবনের কারণে আট মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যদিও পৃথ্বীর দাবি ছিল, তিনি ভুলবশত কাশির সিরাপে ওই পদার্থটি সেবন করেছিলেন।
২৯ বছর বয়সী রাজনের পরীক্ষায় অ্যানাবলিক স্টেরয়েড ড্রস্টানলোন ও মেটেনলোন ধরা পড়েছে। পাশাপাশি তার নমুনায় ক্লোমিফেনও পাওয়া গেছে, যা সাধারণত নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত হয়, তবে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা পুনরুদ্ধার করতেও এটি সাহায্য করে।
ডোপিং রেকর্ডের দিক থেকে ভারতের অবস্থান বেশ উদ্বেগজনক। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ভারত টানা তিন বছর ডোপিং লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় শীর্ষে ছিলো।

ভারতের উত্তরাখণ্ডের বাঁহাতি পেসার রাজন কুমার তিনটি নিষিদ্ধ ড্রাগ বা পদার্থের পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। তিনি সর্বশেষ ২০২৫ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন। এজন্য ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (এনএডিএ) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
সোমবার (৫ জানুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রিকেট বিশ্বে ডোপিংয়ের ঘটনা বিরল। এর আগে ২০১৯ সালে ভারতের ব্যাটার পৃথ্বী শ ‘টারবুটালিন’ নামক নিষিদ্ধ পদার্থ সেবনের কারণে আট মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যদিও পৃথ্বীর দাবি ছিল, তিনি ভুলবশত কাশির সিরাপে ওই পদার্থটি সেবন করেছিলেন।
২৯ বছর বয়সী রাজনের পরীক্ষায় অ্যানাবলিক স্টেরয়েড ড্রস্টানলোন ও মেটেনলোন ধরা পড়েছে। পাশাপাশি তার নমুনায় ক্লোমিফেনও পাওয়া গেছে, যা সাধারণত নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত হয়, তবে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা পুনরুদ্ধার করতেও এটি সাহায্য করে।
ডোপিং রেকর্ডের দিক থেকে ভারতের অবস্থান বেশ উদ্বেগজনক। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ভারত টানা তিন বছর ডোপিং লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় শীর্ষে ছিলো।

ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের বাঁহাতি পেসার রাজন কুমার তিনটি নিষিদ্ধ ড্রাগ বা পদার্থের পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। তিনি সর্বশেষ ২০২৫ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন। এজন্য ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (এনএডিএ) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
সোমবার (৫ জানুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রিকেট বিশ্বে ডোপিংয়ের ঘটনা বিরল। এর আগে ২০১৯ সালে ভারতের ব্যাটার পৃথ্বী শ ‘টারবুটালিন’ নামক নিষিদ্ধ পদার্থ সেবনের কারণে আট মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যদিও পৃথ্বীর দাবি ছিল, তিনি ভুলবশত কাশির সিরাপে ওই পদার্থটি সেবন করেছিলেন।
২৯ বছর বয়সী রাজনের পরীক্ষায় অ্যানাবলিক স্টেরয়েড ড্রস্টানলোন ও মেটেনলোন ধরা পড়েছে। পাশাপাশি তার নমুনায় ক্লোমিফেনও পাওয়া গেছে, যা সাধারণত নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত হয়, তবে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা পুনরুদ্ধার করতেও এটি সাহায্য করে।
ডোপিং রেকর্ডের দিক থেকে ভারতের অবস্থান বেশ উদ্বেগজনক। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ভারত টানা তিন বছর ডোপিং লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় শীর্ষে ছিলো।




