শিরোনাম

বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ ২১ জানুয়ারির মধ্যে

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ ২১ জানুয়ারির মধ্যে
আইসিসি ও বিসিবি লোগো (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতে খেলতে চায় না। এ নিয়ে আইসিসির সঙ্গে কয়েকদফা আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে বাংলাদেশ দলকে নিয়ে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে ২১ জানুয়ারির মধ্যে। এক রিপোর্টে এমনটি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

গেল শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠক করেন আইসিসির প্রতিনিধি। সেখানে আবারও আইসিসিকে বিসিবি স্পষ্ট করে যে তারা বিশ্বকাপের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কাতে খেলতে চায়। একই আলোচনায় আইসিসি বিসিবির আরও এক প্রস্তাব নাকচ করে। বাংলাদেশ বলেছিল ‘সি’ গ্রুপ থেকে সরিয়ে তাদের ‘বি’ গ্রুপে দিতে। আরও স্পষ্ট করে বললে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করার কথা। কারণ আয়ারল্যান্ড গ্রুপ পর্বে তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। তবে আইরিশরা তাতে রাজি নয় এমনই খবর।

বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে না চাওয়ার কারণ নিরাপত্তা নিয়ে শঙ্কা। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে। এরপর থেকেই সামনে আসে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি।

২১ জানুয়ারির মধ্যে আইসিসি কী সিদ্ধান্ত দেয় সেটি দেখার।

/টিই/