শিরোনাম

টনি ক্রুসের মতে বিশ্বকাপ জিতবে যে দল

স্পোর্টস ডেস্ক
টনি ক্রুসের মতে বিশ্বকাপ জিতবে যে দল
টনি ক্রুস। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে ফেভারিটের লড়াই। কে জিতবে ২০২৬ বিশ্বকাপ, তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। জার্মানির সাবেক মিডফিল্ডার টনি ক্রুস অবশ্য তার ফেভারিটের তালিকা বলতে যেয়ে চমকই দিলেন।

মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলকে বাদ দিয়ে রোনালদোর পর্তুগালকেই শিরোপার দৌঁড়ে এগিয়ে রাখলেন জার্মান ফুটবল কিংবদন্তি।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে নিজের পছন্দের দলগুলোর নাম জানান টনি ক্রুস। এই তালিকায় আছে লামিনে ইয়ামালের স্পেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ও ফুটবলবিশ্বের নতুন শক্তি মরক্কো।

ব্রাজিল প্রসঙ্গে ক্রুস বলেন, ‘দুঃখিত রোমারিও, আমি ব্রাজিলের নাম বলিনি। তবে তারা জিতলে সেটা তাদের প্রাপ্যই হবে।’ এবারের বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। তবে এই ফরম্যাটটা পছন্দ নয় টনি ক্রুসের। তার মতে গ্রুপপর্বে অনেক একপেশে ম্যাচ হবে।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। চারবার করে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার নজির জার্মানি ও ইতালির। তিনবার ট্রফি জিতেছে আর্জেন্টিনা। এছাড়া ফ্রান্স-উরুগুয়ে দুবার করে ও ইংল্যান্ড-স্পেন একবার চ্যাম্পিয়ন হয়েছে।

তাএ