ব্রেকিং
আইপিএল থেকে নাম প্রত্যাহার করে পিএসএল খেলার সিদ্ধান্ত জনপ্রিয় ক্রিকেটারের
জনপ্রিয় প্রোটোরিয়ান ক্রিকেটার ফাফ ডু প্লেসি

ভারত ও পাকিস্তানের দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল প্রায় একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় অনেক ক্রিকেটারই দুই আসরে একসঙ্গে অংশ নিতে পারেন না। আবার আর্থিক শক্তি ও জনপ্রিয়তার দিক থেকে আইপিএল এগিয়ে থাকায় বেশির ভাগ তারকাই সেদিকেই ঝোঁকে। তবে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসি এবার ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলে নিজের নাম প্রত্যাহার করে খেলতে যাচ্ছেন পিএসএলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাবেক প্রোটিয়া অধিনায়ক জানান, ‘আইপিএলে ১৪ মৌসুম খেলার পর এবার নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার ক্যারিয়ারের একটি বড় পদক্ষেপ। এই লিগে কাটানো সময়, সতীর্থ, ফ্র্যাঞ্চাইজি এবং সমর্থকদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার কাছে অমূল্য। আমি কৃতজ্ঞ।’

আইপিএলের চার দলের হয়ে ১৫৪ ম্যাচ খেলা ডু প্লেসি জানান, ভবিষ্যতে আবারও আইপিএলে খেলতে দেখা যেতে পারে তাঁকে। তাঁর ভাষায়, ‘ভারত আমাকে যে স্মৃতি, বন্ধুত্ব আর শিক্ষা দিয়েছে, তা আমাকে ব্যক্তিগতভাবে এবং ক্রিকেটার হিসেবে সমৃদ্ধ করেছে। ১৪ বছর দীর্ঘ সময়। আমি এই যাত্রা নিয়ে গর্বিত। ভারতের প্রতি আমার বিশেষ অনুভূতি আছে। এটি বিদায় নয়, আবারও দেখা হবে।’

৪১ বছর বয়সী এই তারকা ২০২৬ সালের পাকিস্তান সুপার লিগে খেলার ইচ্ছা প্রকাশ করে আরও বলেন, ‘এই বছর আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। পিএসএলে অংশ নেওয়া আমার জন্য নতুন অভিজ্ঞতার দরজা খুলে দেবে। নতুন পরিবেশ, নতুন প্রতিযোগিতা এবং অসাধারণ প্রতিভাদের সঙ্গে খেলার সুযোগ। পাকিস্তানের আতিথেয়তা উপভোগ করতে মুখিয়ে আছি।’

এর আগেও দু’টি মৌসুমে স্বল্প সময়ের জন্য দুই ভিন্ন দলে পিএসএলে খেলেছেন ডু প্লেসি। সর্বশেষ আইপিএলে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সেখানে ৯ ম্যাচে করেছেন ২০২ রান। নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তিনি সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক। দিল্লি ছাড়াও তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। চেন্নাইয়ের জার্সি গায়ে দু'বার আইপিএল শিরোপাও জিতেছেন।