পূর্বাচল নতুন শহর প্রকল্প
দেশের ইতিহাসের সবচেয়ে বড় আবাসিক প্রকল্প পূর্বাচল নতুন শহর। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা এই প্রকল্পের বয়স এখন প্রায় ৩০ বছর হতে চললো। তিন দশক পার হওয়া এ প্রকল্প আজও বাসযোগ্য হয়ে ওঠেনি। মানুষের জন্য বসযোগ্য করতে না পারলেও প্রকল্পটির নামে ইতিমধ্যে ব্যয় হয়েছে কমবেশি ৮ হাজার কোটি টাকা।
রাজধানীর অদূরে গড়ে উঠতে থাকা পূর্বাচল নতুন শহরকে ঘিরে পুলিশের সবচেয়ে বড় অবকাঠামো ও জনবল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্য, যা কোনো একক প্রকল্পে পুলিশের জন্য নজিরবিহীন।