শিরোনাম

এখন বিনোদন হিসেবে বিক্রি হচ্ছে হিংসা: রাধিকা

সিটিজেন-ডেস্ক
এখন বিনোদন হিসেবে বিক্রি হচ্ছে হিংসা: রাধিকা
অভিনেত্রী রাধিকা আপ্তে। ছবি: সংগৃহীত

সিনেমার পর্দায় রোম্যান্স বা ভালোবাসার নামে যা দেখানো হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। বর্তমান বিনোদন জগতে যেভাবে হিংসাকে উপজীব্য করে কনটেন্ট তৈরি করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী।

সম্প্রতি সিনেমায় আবেগঘন প্রেমের মুহূর্ত প্রসঙ্গে রাধিকা বলেন, ‘আমার চরিত্রের মানসিক ভাঙন দীর্ঘদিনের অবিচারের ফল। মানুষ বিষয়টিকে হয়তো ভালোবাসা ভেবে ভুল করে। এটাই হলো সমস্যার। আমার মনে হয় না ছবিতে যা ঘটেছে তা প্রেম। ক্রমাগত অবিচার এবং দুর্ব্যবহারের ফলে অনেক কিছু ফুটে ওঠে।’

তিনি ‘আমি এই বিষয়টিকে বিশ্বের অন্য কারও প্রতি প্রেম হিসেবে চিহ্নিত করতে চাই না। আমায় সবকিছু দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমার চরিত্রের সঙ্গে যা ঘটে তা অনেক দুর্ব্যবহারের ফল। আমাদের সংস্কৃতিতে আবেগকে ভালোবাসা বলে ভুল করা হয়।’

তিনি আরও বলেন, ‘ কিন্তু আবেগ কখনোই রোম্যান্স বা ভালোবাসা নয়। আমরা বার বার কারও সুখের জন্য আপস করি, তবে এই বিষয়টাকে আমরা ভালোবাসা বলতে পারি না। এই সিনেম্যাটিক চিন্তাভাবনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই।’

রাধিকার ভাষায়, ‘আমি বেশ বিরক্ত হই এসব দেখে। আমাকে এটা রাখঢাক না রেখেই বলতে হচ্ছে। এই মুহূর্তে বিনোদন হিসেবে বিক্রি হচ্ছে হিংসা। যা আমি সহ্য করতে পারছি না। আমি এমন একটি পৃথিবীতে একটি শিশুকে বড় করতে চাই না, যেখানে এটি শুধুই বিনোদন।’

/জেএইচ/