শিরোনাম

বলিউড সিনেমার শুটিং লোকেশনে সুনেরাহ-রোহান

বিনোদন ডেস্ক
বলিউড সিনেমার শুটিং লোকেশনে সুনেরাহ-রোহান
রোহান-সুনেরাহ জুটি (ছবি: সংগৃহীত)

নেপালের মুস্তাং জেলার অন্তর্গত জমসম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত এক স্বপ্নের শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তাই জমসম বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং লোকেশন। অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে এই জমসমে। ছবির মতো সুন্দর এই জমসমেই এবার শুটিং করলেন ঢাকাই শোবিজের দুই জনপ্রিয় মুখ সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান।

মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সম্পন্ন হলো ‘ও জান’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মের শুটিং। যা বাংলাদেশের কোনো শুটিং টিমের জন্য একেবারেই ব্যতিক্রমী ও নতুন অভিজ্ঞতা।

গেল বছরের আলোচিত গানগুলোর একটি ছিল ‘ময়না’। গত জুলাইয়ে প্রকাশের পরই গানটি দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়ের কণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সিনেমাটিক ভিডিওটি নির্মাণ করেছিলেন তানিম রহমান অংশু। এতে পারফর্ম করেন চিত্রনায়িকা বুবলী ও শরাফ আহমেদ জীবনসহ একঝাঁক শিল্পী। গানটি প্রকাশিত হয় গানচিল মিউজিক চ্যানেলে।

‘ও জান’ সেই সফল ‘ময়না’ টিমের দ্বিতীয় প্রজেক্ট। তবে এবার আরও বড় আয়োজনে, আরও নান্দনিক ভিজ্যুয়ালে। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। সুরে এসেছে নতুনত্ব- যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। মিউজিক্যাল ফিল্মটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান। নির্মাণে আবারও রয়েছেন তানিম রহমান অংশু।

নেপাল থেকে শুটিং শেষে দেশে ফিরে অভিজ্ঞতার কথা জানিয়ে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম শহরটি যেন আরও অদ্ভুত এক সৌন্দর্যের নাম। প্রতিটি দৃশ্য মনে হয় কোনো শিল্পীর হাতে আঁকা। তবে এই সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা। মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ নয়। তবুও এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। আমার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গান নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন। মনে হবে কোনো বলিউড সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।’

গানটিকে ‘পিউর রোমান্টিক’ বলেই উল্লেখ করেছেন গানচিল মিউজিকের কর্ণধার ও গীতিকার আসিফ ইকবাল। তার ভাষ্যে ‘ও জান’-এ থাকছে জেনজি সময়ের এক নিটল প্রেমের গল্প।

গানটিতে পারফর্ম করার অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা ফররুখ আহেমদ রেহান বলেন, ‘নেপালের মতো জায়গায় সিনেমাটিকভাবে শুটিং করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। গানটির কথার সঙ্গে দৃশ্যায়নের যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা সচরাচর মিউজিক ভিডিওতে দেখা যায় না। ‘ও জান’ দেখলে দর্শক-শ্রোতারা গান উপভোগের পাশাপাশি নেপালের সৌন্দর্যও অনুভব করতে পারবেন।’

নতুন বছরকে ‘ও জান’ দিয়ে বরণ করে নেওয়ার পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে আগামী ৩০ জানুয়ারি, গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল প্রকাশ পেতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই মিউজিক্যাল ফিল্ম।

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘গানচিল শুরু থেকেই গানের ভিডিওতে নতুন ধারার চেষ্টা করছে। ‘ও জান’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। গানটির কথা যেমন হৃদয়ে প্রশান্তি দেবে, তেমনি দৃশ্যায়নও চোখে আরাম দেবে। জমসম শহরের তুষার, পাহাড় আর প্রেম এক হয়ে যাবে। এই প্রজেক্ট বাংলাদেশ-ভারত ও নেপাল- তিন দেশের জয়েন্ট ভেঞ্চারে কাজ হয়েছে।’

/টিই/