শিরোনাম

আসছে কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

বিনোদন ডেস্ক
আসছে কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’
শিল্পী কোনাল ও নিলয়। ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাইয়ে ময়না গান নিয়ে হাজির হন শিল্পী কোনাল ও নিলয়। গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতার মাঝে ব্যাপক সাড়া ফেলে।

ময়না গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। সিনেমাটিক আবহে নির্মিত গানটির ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু।

মুক্তির পর থেকে গানটি ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। বর্তমানে গানটির ভিউ ৬২ লাখ ছাড়িয়েছে। এটি গানচিল মিউজিক-এর নতুন প্রজেক্ট বাংলা অরিজিনালস-এর প্রথম গান, যা মিউজিক ভিডিও নির্মাণে প্রতিষ্ঠানটিকে নতুন মাত্রা দিয়েছে।

প্রথম গানের সাফল্যের পর এবার একই জুটি নিয়ে নতুন গানচিত্র আনছে গানচিল মিউজিক। শিরোনাম ও জান। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। তবে এবার সংগীতায়োজনে এসেছে পরিবর্তন। নতুন গানটি যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির (ঢাকা) ও লিংকন (কলকাতা), আর সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির।

গানটির ভিডিও নির্মাণ করছেন তানিম রহমান অংশু। নতুন বছরকে বরণ করে নেওয়া হবে এই গান দিয়েই। পরিকল্পনা অনুযায়ী, বছরের প্রথম দিনেই গানটি প্রকাশ করা হবে। এটি বাংলা অরিজিনালসের দ্বিতীয় গান।

নতুন গানটি নিয়ে গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘ময়না গানের সাফল্যের পর তার ধারাবাহিকতায় আমরা ও জান গানটি নিয়ে আসছি। ময়না ছিল একটি ড্যান্স নাম্বার। আর ও জান হচ্ছে একেবারে পিওর রোমান্টিক গান। গানের কথা, গায়কী, মিউজিক ও ভিডিও—সব কিছুতেই নতুন সংযোজন থাকবে। পাশাপাশি গানচিল মিউজিক ভিডিও নির্মাণে যে নতুন মাত্রা যোগ করেছে, সেটিও দর্শকরা এবারও দেখতে পাবেন। আমার বিশ্বাস, নতুন গানটি দর্শক-শ্রোতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে।'

নতুন গানটি নিয়ে শিল্পী কোনাল বলেন, ‘ময়না গানটিতে কণ্ঠ দেওয়ার সময়ই বলেছিলাম, এটি জনপ্রিয়তা পাবে—আর সেটাই হয়েছে। গানটি ছিল একেবারে ভিন্ন ধাঁচের একটি নাচের গান। আসিফ ইকবাল ভাই রোমান্টিক কথায় গান লেখায় সত্যিই অনবদ্য। ও জান গানটি গাওয়ার সময়ই বুঝেছিলাম, এটি দর্শকদের নাড়া দেবে। আমার বিশ্বাস, গানটি অতীতের সব গানের রেকর্ড ভেঙে দেবে।’

বিষয়:

গানকোনাল