শিরোনাম

নতুন সম্পর্কে যে শর্ত দিলেন জেনিফার লোপেজ

সিটিজেন-ডেস্ক­
নতুন সম্পর্কে যে শর্ত দিলেন জেনিফার লোপেজ
গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেল জীবন কাটাচ্ছেন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। সম্প্রতি লাস ভেগাসে এক কনসার্টে পারফরম্যান্সের সময় দর্শকদের সামনে নতুন সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে মঞ্চে দাঁড়িয়ে ৫৬ বছর বয়সী লোপেজ তার জনপ্রিয় গান ‘ইফ ইউ হ্যাড মাই লাভ’ পরিবেশন করেন। গানটির সঙ্গে নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা মিলিয়ে তিনি বলেন, ‘যখন প্রথমবার এই গানটি গাইতাম, আমি খুব আশাবাদী ছিলাম। পরে কষ্ট ও আনন্দের নানা সময়ে এটি গেয়েছি। আর আজ আমি এটি গাইছি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে।’

জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত
জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

নতুন সম্পর্ক নিয়ে নিজের প্রত্যাশার কথাও খোলাখুলি বলেন লোপেজ। সম্ভাব্য প্রেমিকদের উদ্দেশে তার স্পষ্ট বার্তা, ‘যদি তুমি আমার ভালোবাসা চাও, তবে সেটি অর্জন করতে হবে। আমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, সম্মান করতে হবে এবং আমি যেমন, আমাকে সেভাবেই গ্রহণ করতে হবে।’

মঞ্চেই প্রেম ও জীবনের বাস্তবতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন এই তারকা। লোপেজ বলেন, ‘প্রেমের পথ কখনোই সহজ নয়। প্রেম ছাড়া হৃদয়ভাঙার অভিজ্ঞতা নেই। এটি একটি জটিল বিষয়, কিন্তু এই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা বড় হই।’

২০২৩ সালে বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত
২০২৩ সালে বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি নিজের সাম্প্রতিক বিচ্ছেদের প্রসঙ্গও টানেন। ২০২২ সালে শুরু হওয়া বেন অ্যাফ্লেকের সঙ্গে তার দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০২৫ সালে। সে বিষয়ে লোপেজ বলেন, ‘সবকিছুই শেষ। এখন সব ভালো চলছে। আমরা এক সুখের সময়ে আছি।’

/এসএ/