শিরোনাম

উত্তাল ইরান; ১৯২ বিক্ষোভকারী ও ১০৮ নিরাপত্তারক্ষী নিহতের দাবি

সিটিজেন-আন্তর্জাতিক-ডেস্ক
উত্তাল ইরান; ১৯২ বিক্ষোভকারী ও ১০৮ নিরাপত্তারক্ষী নিহতের দাবি
ইরানে চলমান বিক্ষোভে বহু হতাহতের শঙ্কা (ছবি: সংগৃহীত)

ইরানে সরকারবিরোধী ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভ-সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের খবরে এমন দাবি করা হয়েছে। এদিকে, নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এর দাবি অন্তত ১৯২ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

ইরান হিউম্যান রাইটস বলেছে, ‘আমরা বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৯২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি।’ তবে সংস্থাটি এও বলছে, কয়েক দিন ধরে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য যাচাই ব্যাহত হচ্ছে। ফলে এই সংখ্যা আরও বেশিও হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসফাহান প্রদেশে সহিংসতায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন। এছাড়া দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার বিশেষ ইউনিটের কমান্ডার বলেছেন, দেশের বিভিন্ন শহরে দাঙ্গা দমন অভিযান পরিচালনার সময় বৃহস্পতিবার ও শুক্রবার নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত হন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, সারা দেশে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর অন্তত ১০৮ সদস্য নিহত হয়েছেন।

গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ তৎপরতা জোরদার করার মধ্যেই হতাহতের এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

বাইরের শক্তির সমর্থনে বিভিন্ন গোষ্ঠী দেশের ভেতরে দাঙ্গা চালিয়ে যাচ্ছে অভিযোগে করে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় ইরানের আইনশৃঙ্খলাবাহিনী। কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ।

ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী কঠোর অভিযান শুরু করেছে বলেছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

এদিকে ইরানের সংসদের স্পিকার সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানে মার্কিন সামরিক বাহিনী হামলা চালালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে তেহরান।

/টিই/