ব্রেকিং
যমুনা অভিমুখে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের লং মার্চে বাধা
অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষদের লং মার্চ কর্মসূচি। ছবি: সিটিজেন জার্নাল

বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে লংমার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে পুলিশ ব্যারিকেড দিলে আন্দোলনরত শিক্ষকরা রাস্তায় বসে পড়েন।

আন্দোলনরত শিক্ষকরা সড়কে অবস্থানকালে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। প্রায় ১ ঘণ্টা পর শিক্ষকদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

এদিকে শিক্ষকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া জানাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যায়।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের দাবিগুলো হলো—

সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা; সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা; বিশেষ শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ৩,০০০ টাকা নিশ্চিত করা, পাশাপাশি মিডডে মিল, উচ্চ মানের শিক্ষাসামগ্রী, খেলাধুলার সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করা; ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা; চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত কোটা সুনিশ্চিত করা।