ব্রেকিং
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহারের ফলে সরকারের প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে।

মেট্রোরেলের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, 'মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহারের ফলে সরকারের প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। তবে ঢাকার যাতায়াতব্যবস্থায় মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'রমজান সামনে রেখে খেজুরের ওপর করভার কমানো হয়েছে। আগে খেজুরে মোট ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় ৫২ শতাংশ, যা কমিয়ে এখন ৪০ শতাংশ করা হয়েছে। কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানো হয়েছে।'

ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্যিক আইন সংশোধনসংক্রান্ত অর্ডিন্যান্স ২০২৫- এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আইনগত সহায়তা প্রদান আইনের দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫– এর খসড়াও প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, 'বাণিজ্যিক আদালত সংক্রান্ত আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এনসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতিতে এ আইন বড় ভূমিকা রাখবে।'