ব্রেকিং
জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একইদিন সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, ২০২৫। মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

সিইসি বলেন, বিভিন্ন কারণে এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। এটি ভাবমূর্তি উদ্ধারের নির্বাচন। এবার অকার্যকর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। প্রবাসীদের ভোটের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে আইনের হেফাজতে থাকা এবং ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা–কর্মচারীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

প্রধান নির্বাচন কমিশনার নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। সবাই যেন আন্দন্দঘন পরিবেশ নির্বাচনে অংশ নিতে পারে সেই প্রত্যাশা করেন তিনি। সিইসি বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবে রূপ নেবে।

পোস্টাল ব্যালটে ১৮ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থানরত প্রবাসী বাংলা্দেশিরা নিবন্ধিত হতে পারবেন। বিডি অ্যাপের মাধ্যম পোস্টাল ভোট দেয়া যাবে।