মেসির ভারত সফর ঘিরে উম্মাদনা

মেসির ভারত সফর ঘিরে উম্মাদনা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ ঘিরে ভারতে ক্রীড়াপ্রেমীদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। চলতি ডিসেম্বর মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ, তিন দিনে চারটি শহর ঘুরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
২০১১ সালের পর এই প্রথম মেসি ভারত সফরে যাচ্ছেন। মেসি এবার সফরের অংশ হিসেবে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি ভ্রমণ করবেন। সফরের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা আছে।
সফরের কয়েকটি পর্বে মেসির সঙ্গে থাকবেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।
১৩ ডিসেম্বর লেক টাউন মোড়ের কাছে নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করবেন মেসি। তবে এটি তিনি হোটেলে থেকে ভার্চুয়ালিভাবে উদ্বোধন করবেন। মেসির নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত।
এই লেক টাউন মোড়েই এর আগে স্বাগত জানানো হয়েছিল ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা শহরে পৌঁছে বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে উঠবেন মেসি।
মেসির ভারত সফরের সূচি:
১৩ ডিসেম্বর- কলকাতা
দিবাগত রাত ১:৩০ - আগমন
সকাল ৯:৩০–১০:৩০ - মিট অ্যান্ড গ্রিট
সকাল ১০:৩০–১১:১৫ - মেসির মূর্তি ভার্চুয়াল উদ্বোধন
বেলা ১১:১৫ –১২:০০ - যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগমন
দুপুর ১২:০০–১২:৩০ - প্রীতি ম্যাচ, সম্মাননা, আলাপচারিতা
দুপুর ২:০০ - হায়দরাবাদের উদ্দেশে যাত্রা
১৩ ডিসেম্বর- হায়দরাবাদ
সন্ধ্যা ৭টা উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ মেসি ও মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
১৪ ডিসেম্বর- মুম্বাই
বিকাল ৩:৩০ - সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট
১৫ ডিসেম্বর- নয়াদিল্লি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ (সম্ভাব্য)
দুপুর ১:৩০ - অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা
টিকিটের শুরুর মূল্য:
কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি
হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি
দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি
মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ ঘিরে ভারতে ক্রীড়াপ্রেমীদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। চলতি ডিসেম্বর মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ, তিন দিনে চারটি শহর ঘুরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
২০১১ সালের পর এই প্রথম মেসি ভারত সফরে যাচ্ছেন। মেসি এবার সফরের অংশ হিসেবে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি ভ্রমণ করবেন। সফরের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা আছে।
সফরের কয়েকটি পর্বে মেসির সঙ্গে থাকবেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।
১৩ ডিসেম্বর লেক টাউন মোড়ের কাছে নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করবেন মেসি। তবে এটি তিনি হোটেলে থেকে ভার্চুয়ালিভাবে উদ্বোধন করবেন। মেসির নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত।
এই লেক টাউন মোড়েই এর আগে স্বাগত জানানো হয়েছিল ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা শহরে পৌঁছে বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে উঠবেন মেসি।
মেসির ভারত সফরের সূচি:
১৩ ডিসেম্বর- কলকাতা
দিবাগত রাত ১:৩০ - আগমন
সকাল ৯:৩০–১০:৩০ - মিট অ্যান্ড গ্রিট
সকাল ১০:৩০–১১:১৫ - মেসির মূর্তি ভার্চুয়াল উদ্বোধন
বেলা ১১:১৫ –১২:০০ - যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগমন
দুপুর ১২:০০–১২:৩০ - প্রীতি ম্যাচ, সম্মাননা, আলাপচারিতা
দুপুর ২:০০ - হায়দরাবাদের উদ্দেশে যাত্রা
১৩ ডিসেম্বর- হায়দরাবাদ
সন্ধ্যা ৭টা উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ মেসি ও মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
১৪ ডিসেম্বর- মুম্বাই
বিকাল ৩:৩০ - সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট
১৫ ডিসেম্বর- নয়াদিল্লি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ (সম্ভাব্য)
দুপুর ১:৩০ - অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা
টিকিটের শুরুর মূল্য:
কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি
হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি
দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি
মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি

মেসির ভারত সফর ঘিরে উম্মাদনা
সিটিজেন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ ঘিরে ভারতে ক্রীড়াপ্রেমীদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। চলতি ডিসেম্বর মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ, তিন দিনে চারটি শহর ঘুরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
২০১১ সালের পর এই প্রথম মেসি ভারত সফরে যাচ্ছেন। মেসি এবার সফরের অংশ হিসেবে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি ভ্রমণ করবেন। সফরের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা আছে।
সফরের কয়েকটি পর্বে মেসির সঙ্গে থাকবেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।
১৩ ডিসেম্বর লেক টাউন মোড়ের কাছে নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করবেন মেসি। তবে এটি তিনি হোটেলে থেকে ভার্চুয়ালিভাবে উদ্বোধন করবেন। মেসির নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত।
এই লেক টাউন মোড়েই এর আগে স্বাগত জানানো হয়েছিল ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে।
শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা শহরে পৌঁছে বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে উঠবেন মেসি।
মেসির ভারত সফরের সূচি:
১৩ ডিসেম্বর- কলকাতা
দিবাগত রাত ১:৩০ - আগমন
সকাল ৯:৩০–১০:৩০ - মিট অ্যান্ড গ্রিট
সকাল ১০:৩০–১১:১৫ - মেসির মূর্তি ভার্চুয়াল উদ্বোধন
বেলা ১১:১৫ –১২:০০ - যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগমন
দুপুর ১২:০০–১২:৩০ - প্রীতি ম্যাচ, সম্মাননা, আলাপচারিতা
দুপুর ২:০০ - হায়দরাবাদের উদ্দেশে যাত্রা
১৩ ডিসেম্বর- হায়দরাবাদ
সন্ধ্যা ৭টা উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ মেসি ও মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
১৪ ডিসেম্বর- মুম্বাই
বিকাল ৩:৩০ - সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট
১৫ ডিসেম্বর- নয়াদিল্লি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ (সম্ভাব্য)
দুপুর ১:৩০ - অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা
টিকিটের শুরুর মূল্য:
কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি
হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি
দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি
মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি