আবারও রিয়ালের সামনে বেনফিকা

আবারও রিয়ালের সামনে বেনফিকা
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে গেল বুধবার (২৮ জানুয়ারি) রাতে বেনফিকার কাছে হেরে শীর্ষ আট থেকে ছিটকে পড়ে রিয়াল মাদ্রিদ। এবার শেষ ষোলোর প্লে-অফ পর্বে সেই বেনফিকার সামনেই পড়লো স্প্যানিশ জায়ান্টরা। সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ড্র।
শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল বেনফিকা বা বোদো/গ্লিমট। আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ৩২ এর প্রথম লেগে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। প্রথম লেগ হবে লিসবনের এস্তাদিও দা লুজে, ফিরতি লেগ ২৪ বা ২৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে।
প্লে-অফের বাকি ম্যাচগুলো ছাপিয়ে আলোচনায় রিয়াল-বেনফিকা। গত বুধবার লিগ পর্বের শেষ রাউন্ডে ভিনিসিয়ুস জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেদের ৪-২ গোলের ওই হার অনেকদিনই মনে থাকবে ফুটবলপ্রেমীদের। শেষ মুহূর্তে পর্তুগিজ ক্লাবটির গোলকিপারের অবিশ্বাস্য গোল যেভাবে বেনফিকা প্লেঅফ নিশ্চিত করেছে, অনেকের কাছেই তা এই প্রতিযোগিতার অন্যতম সেরা মুহূর্ত।
প্লেঅফের দ্বিতীয় লেগের ম্যাচ দিয়েই আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন মরিনিও। ২০১০ সালে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির ডাগ-আউটের দায়িত্ব নেওয়ার পর তিন বছর রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি।
শেষ ষোলোর প্লে-অফে যারা মুখোমুখি
বেনফিকা-রিয়াল মাদ্রিদ, মোনাকো-পিএসজি, কারাবাগ-নিউক্যাসল ইউনাইটেড, বোদো/গ্লিমট-ইন্তার মিলান, গালাতাসারাই-জুভেন্তাস, বরুসিয়া ডর্টমুন্ড-আতালান্তা, ক্লাব ব্রুজ-আতলেতিকো মাদ্রিদ, অলিম্পিয়াকোস-লেভারকুসেন।

চ্যাম্পিয়নস লিগে গেল বুধবার (২৮ জানুয়ারি) রাতে বেনফিকার কাছে হেরে শীর্ষ আট থেকে ছিটকে পড়ে রিয়াল মাদ্রিদ। এবার শেষ ষোলোর প্লে-অফ পর্বে সেই বেনফিকার সামনেই পড়লো স্প্যানিশ জায়ান্টরা। সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ড্র।
শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল বেনফিকা বা বোদো/গ্লিমট। আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ৩২ এর প্রথম লেগে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। প্রথম লেগ হবে লিসবনের এস্তাদিও দা লুজে, ফিরতি লেগ ২৪ বা ২৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে।
প্লে-অফের বাকি ম্যাচগুলো ছাপিয়ে আলোচনায় রিয়াল-বেনফিকা। গত বুধবার লিগ পর্বের শেষ রাউন্ডে ভিনিসিয়ুস জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেদের ৪-২ গোলের ওই হার অনেকদিনই মনে থাকবে ফুটবলপ্রেমীদের। শেষ মুহূর্তে পর্তুগিজ ক্লাবটির গোলকিপারের অবিশ্বাস্য গোল যেভাবে বেনফিকা প্লেঅফ নিশ্চিত করেছে, অনেকের কাছেই তা এই প্রতিযোগিতার অন্যতম সেরা মুহূর্ত।
প্লেঅফের দ্বিতীয় লেগের ম্যাচ দিয়েই আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন মরিনিও। ২০১০ সালে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির ডাগ-আউটের দায়িত্ব নেওয়ার পর তিন বছর রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি।
শেষ ষোলোর প্লে-অফে যারা মুখোমুখি
বেনফিকা-রিয়াল মাদ্রিদ, মোনাকো-পিএসজি, কারাবাগ-নিউক্যাসল ইউনাইটেড, বোদো/গ্লিমট-ইন্তার মিলান, গালাতাসারাই-জুভেন্তাস, বরুসিয়া ডর্টমুন্ড-আতালান্তা, ক্লাব ব্রুজ-আতলেতিকো মাদ্রিদ, অলিম্পিয়াকোস-লেভারকুসেন।

আবারও রিয়ালের সামনে বেনফিকা
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে গেল বুধবার (২৮ জানুয়ারি) রাতে বেনফিকার কাছে হেরে শীর্ষ আট থেকে ছিটকে পড়ে রিয়াল মাদ্রিদ। এবার শেষ ষোলোর প্লে-অফ পর্বে সেই বেনফিকার সামনেই পড়লো স্প্যানিশ জায়ান্টরা। সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ড্র।
শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল বেনফিকা বা বোদো/গ্লিমট। আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ৩২ এর প্রথম লেগে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। প্রথম লেগ হবে লিসবনের এস্তাদিও দা লুজে, ফিরতি লেগ ২৪ বা ২৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে।
প্লে-অফের বাকি ম্যাচগুলো ছাপিয়ে আলোচনায় রিয়াল-বেনফিকা। গত বুধবার লিগ পর্বের শেষ রাউন্ডে ভিনিসিয়ুস জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেদের ৪-২ গোলের ওই হার অনেকদিনই মনে থাকবে ফুটবলপ্রেমীদের। শেষ মুহূর্তে পর্তুগিজ ক্লাবটির গোলকিপারের অবিশ্বাস্য গোল যেভাবে বেনফিকা প্লেঅফ নিশ্চিত করেছে, অনেকের কাছেই তা এই প্রতিযোগিতার অন্যতম সেরা মুহূর্ত।
প্লেঅফের দ্বিতীয় লেগের ম্যাচ দিয়েই আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন মরিনিও। ২০১০ সালে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির ডাগ-আউটের দায়িত্ব নেওয়ার পর তিন বছর রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি।
শেষ ষোলোর প্লে-অফে যারা মুখোমুখি
বেনফিকা-রিয়াল মাদ্রিদ, মোনাকো-পিএসজি, কারাবাগ-নিউক্যাসল ইউনাইটেড, বোদো/গ্লিমট-ইন্তার মিলান, গালাতাসারাই-জুভেন্তাস, বরুসিয়া ডর্টমুন্ড-আতালান্তা, ক্লাব ব্রুজ-আতলেতিকো মাদ্রিদ, অলিম্পিয়াকোস-লেভারকুসেন।




