শিরোনাম

৫ সেটের লড়াইয়ে সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
৫ সেটের লড়াইয়ে সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
নোভাক জোকোভিচ (ছবি: সংগৃহীত)

বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। ৩৮ বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার সামনে এখন বাধা কেবল কার্লোস আলকারাজ। ২০২৪ সালের উইম্বলডনের পর আবারও কোন গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন জোকোভিচ।

রড লেভার অ্যারেনায় শুক্রবার (৩০ জানুয়ারি) ৪ ঘণ্টা ৯ মিনিটের ক্লান্তিকর ম্যাচে জোকোভিচ ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে হারান ইতালির ইয়ানিক সিনারকে। ম্যাচ শেষ হলে হাঁটু গেড়ে বসে পড়েন জোকোভিচ। জয় নিশ্চিত হওয়ার পর আবেগাপ্লুত জোকোভিচ বলেন, ‘এই মুহূর্তে সত্যি বলতে আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা অবাস্তব মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তার (সিনার) প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে, সে আমাকে শেষ সীমা পর্যন্ত ঠেলে দিয়েছে।’ এই জয়ে জোকোভিচ তার ক্যারিয়ারের ৩৯তম গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছলেন।

স্টেডিয়ামে উপস্থিত মার্গারেট কোর্টকে ছাড়িয়ে ঐতিহাসিক ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে জোকোভিচ ২০২৩ সালের ইউএস ওপেনের পর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সিনার ও আলকারাসের উত্থানের ফলে কাজটি ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রবিবার দ্বিতীয় বাছাই আলকারাজের মুখোমুখি হবেন চতুর্থ বাছাই জোকোভিচ।

/টিই/