শিরোনাম

রেমিট্যান্সে জোয়ার, জানুয়ারির ২৮ দিনে এলো ২৯৪ কোটি ডলার

সিটিজেন-ডেস্ক­
রেমিট্যান্সে জোয়ার, জানুয়ারির ২৮ দিনে এলো ২৯৪ কোটি ডলার
ছবি: সিটিজেন গ্রাফিক্স

বছরের শুরুতে রেমিট্যান্স পালে বইছে জোয়ার। চলতি জানুয়ারি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ বা ২ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

চলতি জানুয়ারির প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের জানুয়ারিতে একই সময়ে দেশে এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৯৮ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে।

তিনি আরও জানান, চলতি মাসের ২৮ জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৭০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯২০ কোটি ৯০ লাখ ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।

এর আগে, গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া জুলাই ও আগস্টে দেশে এসেছে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

/জেএইচ/