শিরোনাম

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিন: তারেক রহমান

সিটিজেন-ডেস্ক­
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিন: তারেক রহমান
রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান (ছবি: সংগৃহীত)

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেই অধিকার ফিরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসির নিজের জীবনকে উৎসর্গ করেছে। এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে। তাদের জীবন উৎসর্গ মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে। সেই জন্যই আপনাদের সকলকে অনুরোধ করবো যে ধানের শীষে যেমন সিলটা দিবেন ১২ তারিখে একইসাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁ এর পক্ষে দয়া করে রায় দিবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, সবাই বলে রংপুর গরীব অঞ্চল। আমি মনে করি, এ অঞ্চল সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল, শুধু দরকার সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব। রংপুরের মাটি আবু সাঈদের পবিত্র রক্তে মেশানো মাটি। এ অঞ্চল মূলত কৃষি প্রধান অঞ্চল। এখানকার মানুষ কৃষিনির্ভর। আমরা দেখেছি কীভাবে গত ১৬ বছর এ এলাকার কৃষকরা নির্যাতনের শিকার হয়েছেন।

জনসভার মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩টি আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয়-স্থানীয় নেতারা। জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু।

জনসভায় বক্তব্য দেওয়ার আগে সন্ধ্যায় ২০২৪-এর জুলাই আন্দোলনে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান।

/টিই/