ব্রেকিং
আয়নাল হোসেন

আয়নাল হোসেন

আয়নাল হোসেন, ২০০৩–২০১১ প্রথম আলোতে কাজ শুরু করেন। ২০১১–২০১৯ বণিক বার্তায় কাজ করেন। এরপর ৯ মাস আজকালের খরব এবং ৬ মাস শেয়ার বিজে কাজ করেন। ২০২১ সালের ১ মার্চ থেকে আজকের পত্রিকায় কাজ করেন। বর্তমানে সিটিজেনজার্নাল২৪.ডটকম (সিজেটএন–২৪) অনলাইন পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিবেদন তৈরি ও তথ্য সংগ্রহ করেন। বিশেষ করে স্বরাষ্ট্র, বাণিজ্য, স্বাস্থ্য, ধর্ম, তথ্য ও সম্প্রচার, কৃষি, খাদ্য, মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কভার করেছেন।