
পাওয়ার প্লের শেষ ওভারে ফিজের বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড উইলি ক্যাচ নিতে ব্যর্থ হলে বল বাউন্ডারি পেরিয়ে যায়।

নবম উইকেটে মিচেল স্টার্ক স্কট বোল্যান্ডকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন। তাতে পাঁচশোর কাছাকাছি পৌঁছায় অস্ট্রেলিয়ার রান। কার্সের বলে স্টার্ক (৭৭) স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে জুটি ভাঙে।

পেসার কেমার রোচকে সঙ্গে নিয়ে গ্রিভস ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন, দুজনে মিলে খেলেছেন ৪১০ বল! টেস্টের চতুর্থ ইনিংসে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড এখন গ্রিভস ও রোচের।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তত্ত্বাবধানে মিরপুরে ১৬ ডিসেম্বর বিকেলে খেলবে অদম্য ও অপরাজেয় নামে দুই দল। সেই দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে কোয়াব।

দিবা-রাত্রির টেস্টে ১ হাজার রানের মাইলফলক পূর্ণ করতে লাবুশেন খেলেছেন ১৬ ইনিংস, অবিশ্বাস্য ব্যাটিং গড়ে (৬৬)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তো বটেই, আইপিএল, পিএসএলসহ বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও মুস্তাফিজুর রহমানের জনপ্রিয়তা অনেক। এবার তার অভিষেক হচ্ছে আরেক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে।

নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৪৬৬ রানে। তাতে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৫৩১ রানের। প্রায় অসম্ভব লক্ষ্য তাড়ায় নেমে এক পর্যায়ে ৭২ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৪ উইকেট।

এর আগে ব্রুককে আউট করে টেস্টে বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হন মিচেল স্টার্ক। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড ভাঙেন তিনি।

রাসেল জানিয়েছেন, তিনি শুধু আইপিএল থেকে অবসর নিচ্ছেন, অন্য টি-টোয়েন্টি লিগ খেলা চালিয়ে যাবেন।

ব্রিসবেনে আজ বৃহস্পতিবার শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠের দুই আম্পায়ারের একজন সৈকত। তার সঙ্গে থাকা আরেকজন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক।

প্রতি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল ১৯ ডিসেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা হবে ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে।

চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। এর মধ্য টপ অর্ডারে খেলা চার ব্যাটসম্যান তানজিদ, লিটন, পারভেজ ও সাইফের ব্যাট থেকে এসেছে ১২৭ ছক্কা।

রায়পুরে ম্যাচে কোহলি সেঞ্চুরি পূর্ণ করেন ৯০ বলে। ওয়ানডেতে এটি তার ৫৩তম সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেও শচীন টেন্ডুলকারের এক রেকর্ড ছুঁয়েছেন কোহলি।

টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে দশম স্থানে ছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩ ইনিংসে ৭৩ রানে ৩ উইকেট নেওয়া ফিজ দুই ধাপ এগিয়ে উঠেছেন অষ্টম স্থানে।

দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রোহন বলেন, ‘তিনি বিজয় হাজরে ট্রফিতে খেলবেন। কতগুলো ম্যাচে খেলবেন তা এখনও নিশ্চিত নয়।

২৭ রানে শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, যার শুরু হয় ত্যাগনারায়ণ চন্দরলের বিদায়ে। ক্যারিবিয়ান ওপেনার ১৬৯ বলে ৩ চারে ৫২ রান করেন। টেস্টে এটি তাঁর দ্বিতীয় ফিফটি।

শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয়। ফলে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮

পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান তোলে আইরিশরা। তবে এরপর রিশাদ হোসেন-মুস্তাফিজুর রহমানদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে রান রেট কমে আসে। ১৭তম ওভারে ১০০ ছোঁয় আয়ারল্যান্ড।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রান করেই আউট হন উসমান খাজা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। দ্বিতীয় দিনে একটি ক্যাচ নিতে চেষ্টা করতে গিয়ে তার পিঠে স্প্যাজম তৈরি হয়।

দ্বিতীয় উইকেটে টম ল্যাথামের সঙ্গে ১৭৯ বলে ৯৩ রানের জুটি গড়েন উইলিয়ামসন। সপ্তম উইকেটে নাথান স্মিথের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন ব্রেসওয়েল। মূলত এই দুই জুটিতেই দুইশো পেরোয় কিউইদের ইনিংস।